অাকাশ বিনোদন ডেস্ক:
বিয়ে ভাঙলেও নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন প্রাক্তন এই বলিউড দম্পতি। ছেলেদের কথা ভেবে তারা একসঙ্গে প্রায়ই সময় কাটান। বলছিলাম বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সুজান খানের কথা।
দুই সন্তান রেহান ও হৃদানের সঙ্গে প্রায়ই হৃত্বিক-সুজানকে কখনও একসঙ্গে সিনেমা দেখতে কিংবা ডিনারে যেতে দেখা গেছে। দুই ছেলেকে নিয়ে দু’জনে একসঙ্গে ছুটি কাটাতেও গেছেন। এমনকি রোশন পরিবারের প্রত্যেক অনুষ্ঠানে এখনও নিয়ম করে হাজির থাকেন সুজান।
সম্প্রতি কঙ্গনা বিতর্কেও প্রাক্তন স্বামী হৃত্বিকের পাশেই দাঁড়িয়েছেন সুজান। এবার দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে মুম্বাইয়ে প্রাক্তন স্ত্রী সুজান খানের ডিজাইনার স্টোর চারকোল প্রজেক্টের এক অনুষ্ঠানে হাজির হলেন হৃতিক রোশন। ফের একসঙ্গে দেখা গেল হৃত্বিক ও সুজানকে।
তবে হৃত্বিক ছাড়াও এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দিয়া মির্জা, সোনালি বেন্দ্রে, কুণাল কাপুরসহ আরো অনেকেই। তবে সবার নজর ছিল হৃত্বিক ও সুজানের দিকেই।
আকাশ নিউজ ডেস্ক 

























