অাকাশ জাতীয় ডেস্ক:
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি রাজপথে থেকে এ গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভালোবাসা বর্তমান অগণতান্ত্রিক প্রধানমন্ত্রীর চেয়ে খালেদা জিয়া বেশি পেয়েছেন। তিনি মিথ্যা মামলায় ভয় পান না। সরকার তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিরাট অন্যায় করেছে। এছাড়া আমরা এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি আরো বলেন, মানুষকে ভয় দেখিয়ে রাখা যায়। সারাজীবন সব মানুষকে ভয় দেখিয়ে রাখা যায় না। সরকারকে এটা বুঝতে হবে। এছাড়া আমরা আইনের শাসন চাই, বিশৃঙ্খলা চাই না। সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই, তাই তারা দমনের পথকে বেছে নিয়েছে। সরকার সেই আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করছে।
আকাশ নিউজ ডেস্ক 




















