আকাশ স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তান ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ ডিন জোন্স। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি নিজেই নতুন এই দায়িত্বের কথা জানিয়েছেন।
জোন্সের যাত্রা শুরু হবে হংকংয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে। আগামী ২০ অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট। আফগান ক্রিকেটাররা ২০১৫ সালের অক্টোবরের পর থেকে তিন বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো নতুন একজনকে কোচ হিসেবে পাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























