আকাশ নিউজ ডেস্ক :
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও-বিষয়ক ব্যুরো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ৪ ক্যাটাগরির পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ ১৯ জানুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল পাঁচটা পর্যন্ত।
বয়সসীমা: ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। ১ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদের বিবরণ
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা : কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলা ৫০ ও ইংরেজি ৮০ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. ড্রাইভার
পদ সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতা: হালকা/ভারি গাড়ি চালনায় বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
ও অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সসমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://ngoab.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ৪ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 

























