ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা

ভুতুড়ে ফোন নম্বর কেড়ে নিল তিনটি জলজ্যান্ত প্রাণ

অাকাশ নিউজ ডেস্ক:

একটি ফোন নম্বরও মৃত্যু ডেকে আনতে পারে আপনার! এতদিন আমরা ভুতুড়ে পুতুলের কথা শুনেছি৷ কিন্তু নম্বরও যে ভুতুড়ে হতে পারে সেটি কি আপনি জানেন? একটি ফোন নম্বরই তিন তিনটে মৃত্যুর কারণ৷ দশ বছরে তিনটি জলজ্যান্ত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে৷

এই বিশেষ নম্বরটি হল ০৮৮৮-৮৮৮-৮৮৮৷ ঘটনাটি বুলগেরিয়ার৷ পরপর তিন তিনটি মৃত্যুর পরই বন্ধ করে দেওয়া হয় এই নম্বরটি৷ এই নম্বরটি আপাতত অভিশপ্ত নম্বরের তকমা পেয়েছে৷

এই নম্বরটির প্রথম ব্যবহারকারী ছিলেন ভ্লাদিমির গ্রাসহনভ৷ তিনি মোবিটেল সংস্থার সিইও ছিলেন৷ ২০০১সালে ক্যান্সারে মৃত্যু হয় তাঁর৷ ভ্লাদিমির মৃত্যুর পিছনে যে তাঁর শত্রুপক্ষের হাত রয়েছে সেটি সেই সময় মনে করা হয়েছিল৷ রেডিওকেটিভ পয়জন ব্যবহার করার জন্যই মৃত্যু হয় ভ্লাদিমির৷

পরবর্তী ঘটনাটি ঘটে ২০০৩সালে৷ কনস্টানতিন দিমিট্রোভ বুলগেরিয়ার মাফিয়া ছিল৷ নেদারল্যান্দ ট্রিপে যাওয়ার সময় তার শত্রুপক্ষের গুলিতে মৃত্যু হয় তার৷ দিমিট্রোভের মৃত্যুর সময় তার সঙ্গে ছিল এই ফোন নম্বরটি৷ তার কাছে সেই মুহূর্তে প্রায় ৫০০ ইউরোর মাদকদ্রব্য ছিল বলে জানা গিয়েছিল৷

২০০৫সালে রিয়েল এস্টেট এজেন্ট কনস্তাতিন ডিশ্লিএভ এই নম্বরের শিকার হয়৷ পেশা হিসেবে সেও একজন স্মাগলার ছিল বলে জানা গিয়েছে৷ ১৩০ইউরো মিলিয়ন মাদক পুলিশ আটক করে এই ঘটনার পর ডিশ্লিএভের কাছ থেকে৷ তার কাছেও সেই মুহূর্তে ওই নম্বরটিই ছিল বলে জানা গিয়েছে৷

এই তিনজনের কাছেই সেই মুহূর্তে এই নম্বরটিই ছিল৷ তবে, এটি কি শুধুমাত্র কাকতালীয়? নাকি এদের মৃত্যুর পিছনে এই নম্বরটির ভূমিকা রয়েছে? সেটি আজও রহস্য৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম

ভুতুড়ে ফোন নম্বর কেড়ে নিল তিনটি জলজ্যান্ত প্রাণ

আপডেট সময় ১১:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

একটি ফোন নম্বরও মৃত্যু ডেকে আনতে পারে আপনার! এতদিন আমরা ভুতুড়ে পুতুলের কথা শুনেছি৷ কিন্তু নম্বরও যে ভুতুড়ে হতে পারে সেটি কি আপনি জানেন? একটি ফোন নম্বরই তিন তিনটে মৃত্যুর কারণ৷ দশ বছরে তিনটি জলজ্যান্ত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে৷

এই বিশেষ নম্বরটি হল ০৮৮৮-৮৮৮-৮৮৮৷ ঘটনাটি বুলগেরিয়ার৷ পরপর তিন তিনটি মৃত্যুর পরই বন্ধ করে দেওয়া হয় এই নম্বরটি৷ এই নম্বরটি আপাতত অভিশপ্ত নম্বরের তকমা পেয়েছে৷

এই নম্বরটির প্রথম ব্যবহারকারী ছিলেন ভ্লাদিমির গ্রাসহনভ৷ তিনি মোবিটেল সংস্থার সিইও ছিলেন৷ ২০০১সালে ক্যান্সারে মৃত্যু হয় তাঁর৷ ভ্লাদিমির মৃত্যুর পিছনে যে তাঁর শত্রুপক্ষের হাত রয়েছে সেটি সেই সময় মনে করা হয়েছিল৷ রেডিওকেটিভ পয়জন ব্যবহার করার জন্যই মৃত্যু হয় ভ্লাদিমির৷

পরবর্তী ঘটনাটি ঘটে ২০০৩সালে৷ কনস্টানতিন দিমিট্রোভ বুলগেরিয়ার মাফিয়া ছিল৷ নেদারল্যান্দ ট্রিপে যাওয়ার সময় তার শত্রুপক্ষের গুলিতে মৃত্যু হয় তার৷ দিমিট্রোভের মৃত্যুর সময় তার সঙ্গে ছিল এই ফোন নম্বরটি৷ তার কাছে সেই মুহূর্তে প্রায় ৫০০ ইউরোর মাদকদ্রব্য ছিল বলে জানা গিয়েছিল৷

২০০৫সালে রিয়েল এস্টেট এজেন্ট কনস্তাতিন ডিশ্লিএভ এই নম্বরের শিকার হয়৷ পেশা হিসেবে সেও একজন স্মাগলার ছিল বলে জানা গিয়েছে৷ ১৩০ইউরো মিলিয়ন মাদক পুলিশ আটক করে এই ঘটনার পর ডিশ্লিএভের কাছ থেকে৷ তার কাছেও সেই মুহূর্তে ওই নম্বরটিই ছিল বলে জানা গিয়েছে৷

এই তিনজনের কাছেই সেই মুহূর্তে এই নম্বরটিই ছিল৷ তবে, এটি কি শুধুমাত্র কাকতালীয়? নাকি এদের মৃত্যুর পিছনে এই নম্বরটির ভূমিকা রয়েছে? সেটি আজও রহস্য৷