আকাশ জাতীয় ডেস্ক :
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার বিকালে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের উন্নয়ন আর অগ্রগতি শ্রমিকদের ওপর নির্ভর করে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। জিয়াউর রহমান নিজেকে শ্রমজীবী বলে ঘোষণা দিয়েছিলেন এবং শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন, বেগম জিয়াও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের মতোই কাজ করার শক্তি যেন দেন সৃষ্টিকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 



















