অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সম্প্রতি ঘটে যাওয়া লাস ভেগার ট্র্যাজেডিতে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মানুষের বীরত্বের কথা। বেরিয়ে আসছে আরো অনেক গল্প। এক বাবা তার গলায় গুলি খাওয়ার আগে কমপক্ষে ৩০ জন মানুষের জীবন বাঁচিয়েছেন। আবার ঘটনার পর বহু মানুষ আহতদের বাঁচাতে রক্ত দিতে লাইনে দাঁড়িয়ে গেছেন। ঘটেছে আরেকটি অদ্ভুত ঘটনা।
এক নারীকে লক্ষ্য করে একটা গুলি ছুটে এসছিল ঠিকই। ওটা তাকে আঘাতও করে। কিন্তু কী অদ্ভুতভাবেই না তিনি বেঁচে রয়েছেন এখনও। কারণ গুলিটা সরাসরি তার রোজ অ্যান্ড গোল্ড রংয়ের আইফোনে লেগেছে। প্রিয় স্মার্টফোনের নিচের অংশটা ভেঙে গেছে। কিন্তু গুলিটা আর তার ত্বক অবধি পৌঁছতে পারেনি।
ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি তার ফোনের দশা ট্যাক্সি ক্যাবের চালককে দেখিয়েছিলেন বাড়ি যাওয়ার সময়। লাস ভেগাস নাও এর এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। ফোনটি একেবারে অকেজো হয়ে গেছে। কিন্তু তার জীবন বাঁচিয়ে দিয়েছে। কত আজব ঘটনাই না ঘটে পৃথিবীতে!
ওই ভয়ংকর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৫৯ জনের প্রাণহানী ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৫২৭ জন। বন্দুকধারী ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডক। ধরা পড়ার আগে তিনি আত্মহত্যা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























