অাকাশ বিনোদন ডেস্ক:
২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি। সে সময় এ ছবিটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। তখন সাইমন ও মাহি জুটি বেধে অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে এ ছবির সিক্যুয়াল ‘পোড়ামন ২’। আর এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ।
এরমধ্য দিয়েই অনেকদিন পর নতুন এ ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। ছবিতে নায়ক হিসেবে সিয়াম আহমেদ এবং নায়িকা হিসেবে পূজা অভিনয় করছেন। গত মাসে এ ছবির কাজ মেহেরপুরে শুরু হয়েছে। ১০ই অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত মেহেরপুরে শুটিংয়ে অংশ নেবেন বাপ্পারাজ।
এদিকে ‘পোড়ামন ২’ এ অভিনয় করা প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, সর্বশেষ সাফিউদ্দিন সাফি ভাইয়ের পরিচালনায় ‘মিসডকল’ ছবিতে অভিনয় করেছি। এরপর আবারো এ ছবিতে আমাকে ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রতিবন্ধী একটি ছেলের চরিত্রে ‘পোড়ামন ২’ ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।
আকাশ নিউজ ডেস্ক 

























