ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন

আকাশ জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের ঘিওরে সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর কাঠের বাটামের পিটুনিতে মোজাফফর হোসেন (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন।

শনিবার বিকালে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকার মৃত হেকমত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সীমানা বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মোজাফফর হোসেনের সঙ্গে প্রতিবেশী আব্দুর রহমানের বিরোধ চলছিল। সীমানা বিরোধের মধ্যেই শনিবার দুপুরে আব্দুর রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর হোসেন বাধা দেন। এতে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মোজাফফর হোসেনের ঘাড়ে কাঠের টুকরা (বাটাম) দিয়ে আঘাত করেন এবং কাঠের আঘাতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর আব্দুর রহমানসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে বলেও এসআই জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন

আপডেট সময় ১০:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের ঘিওরে সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর কাঠের বাটামের পিটুনিতে মোজাফফর হোসেন (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন।

শনিবার বিকালে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকার মৃত হেকমত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সীমানা বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মোজাফফর হোসেনের সঙ্গে প্রতিবেশী আব্দুর রহমানের বিরোধ চলছিল। সীমানা বিরোধের মধ্যেই শনিবার দুপুরে আব্দুর রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর হোসেন বাধা দেন। এতে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মোজাফফর হোসেনের ঘাড়ে কাঠের টুকরা (বাটাম) দিয়ে আঘাত করেন এবং কাঠের আঘাতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর আব্দুর রহমানসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে বলেও এসআই জানান।