অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ব্রাজিলে নার্সারী স্কুলে আগুন লাগানোর ঘটনায় পুড়ে যাওয়া আরো দুই শিশু শুক্রবার হাসপাতালে মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ালো। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মন্টি ক্লারোস শহরে হাসপাতালের একজন মুখপাত্র জানান, চার বছর বয়সী সেসিলিয়া ডেভিন দিয়াস ও ইয়াসমিন মেদিওরস সালভিনো মারা গেছে।
জানাউবা শহরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিষ্ঠানের একজন সিকিউরিটি গার্ড নার্সারীতে আগুন ধরিয়ে দেয়। এরপর সে নিজেই নিজেকে পুড়িয়ে মারে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই সিকিউরিটি গার্ড ২০১৪ সাল থেকে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। অগ্নিকাণ্ডের ঘটনায় চার বছরের সাত শিশুসহ ৪৩ বছর বয়সী এক শিক্ষকও মারা গেছে। এছাড়া আরো ৪০ জনের হাসপাতালে চিকিৎসা চলছে।
জানাউবার মেয়র সাত দিনের শোক ঘোষণা করেছেন। দেশটির প্রেসিডেন্ট মিশেল তেমার এ ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















