অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মপরিকল্পনা নিয়ে যে কোনো প্রকার আলোচনা করতে প্রস্তুত বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজের অকাট্য অধিকার বলে মনে করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এটি নিয়ে কারো সঙ্গে আলোচনা হবে না। প্রচলিত সমরাস্ত্র হিসেবে আন্তর্জাতিক আইনেও এ কর্মসূচির বৈধতা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি অজ্ঞাত ইরানি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেছিল, নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে পরোক্ষভাবে নিজের প্রস্তুতির কথা জানিয়েছে।
তিনি বলেন, “বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় ইরান বহুবার বলেছে, নিজের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো সংলাপে যাবে না তেহরান। এছাড়া, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবেরও লঙ্ঘন নয়।” ওই প্রস্তাবের মাধ্যমে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তারা দাবি, নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে এবং এ ব্যাপারেও তেহরানকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























