অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বনানীতে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় সাগর (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বনানী রেলওয়ে স্টেশনের সামনের সড়কে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়। রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে।
এ ব্যাপারে বনানী থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন মিয়া জানান, শুধু নিহতের নাম সাগর বলে জানা গেছে। তিনি ওই এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যর প্রকৃত কারণ জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























