আকাশ জাতীয় ডেস্ক :
ওভার নাইট কোনো কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এটি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হওয়ার মতোই হবে।
এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা।
সোমবারও বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকাল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা আবার কলেজের সামনের সড়কে বসে পড়েন। সেখান থেকে কলেজ ক্লোজডাউন ঘোষণা করে মঙ্গলবারও অবরোধ কর্মসূচি দেওয়া হয়।
তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। একপর্যায়ে তারা আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
আকাশ নিউজ ডেস্ক 



















