অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, যুদ্ধের সময়ে সিরিয় সরকার এবং ইরানের ত্যাগের কথা দামেস্ক কোনো দিন ভুলে যাবে না। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বুরোজের্দির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ ‘প্রতিরোধের অক্ষগুলোর’ পক্ষে যাচ্ছে। অক্ষগুলোর মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন । শত্রুদের মোকাবেলায় সিরিয়া প্রতিরোধ যু্দ্ধের প্রতীক হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি অরো বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের আঞ্চলিক মিত্রদের তৎপরতা প্রতিরোধ এবং প্রচেষ্টার মাধ্যমে পরাজিত করেছে সিরিয় সরকার এবং জনগণ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহি হিল উজমা খোমেনেয়ীর কাছে গতমাসে লেখা প্রেসিডেন্ট আসাদের চিঠির কথাও উল্লেখ করেন তিনি। এতে দেশ দু’টির মধ্যে বিরাজমান সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে। সামরিক বাহিনীর কৌশলগত বিজয়ে ইরানের বন্ধুপ্রতীম সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছিলেন প্রেসিডেন্ট আসাদ।
আকাশ নিউজ ডেস্ক 
























