ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। ওই সফরে দু’টি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে অজিরা। সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

২৯ জানুয়ারি থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ৬ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দু’টি টেস্টই গল’এ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২২ সালের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজটি ১-১ ড্র হয়। সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচ দিয়ে ২০১১ সালের পর শ্রীলঙ্কা মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল অজিরা।

এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ ইনিংস ও ৩৯ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছিল শ্রীলঙ্কা।

১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ১৩ ম্যাচে ৬২.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ভারত।

ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সাথে একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এখনও ওয়ানডে ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হয়নি।

২০২২ সালের জুনে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৭:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। ওই সফরে দু’টি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে অজিরা। সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

২৯ জানুয়ারি থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ৬ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দু’টি টেস্টই গল’এ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২২ সালের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজটি ১-১ ড্র হয়। সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচ দিয়ে ২০১১ সালের পর শ্রীলঙ্কা মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল অজিরা।

এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ ইনিংস ও ৩৯ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছিল শ্রীলঙ্কা।

১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ১৩ ম্যাচে ৬২.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ভারত।

ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সাথে একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এখনও ওয়ানডে ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হয়নি।

২০২২ সালের জুনে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।