অাকাশ জাতীয় ডেস্ক:
অসুস্থতা জনিত কারণে এক মাসের ছুটি নিলেও বৃহস্পতিবার বিকেলে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন।
জানা যায়, প্রধান বিচারপতি পূজা শেষে ঢাকেশ্বরী মন্দিরের দ্বিতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন। সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন বলে জানা গেছে।
প্রধান বিচারপতির অসুস্থতার বিষয়ে জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, ‘আমার উনাকে দেখে অসুস্থ মনে হয়নি।’
এর আগে বিচারপতির হেয়ার রোডের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি তাকে দেখতে গিয়েছিলাম। উনি বিশ্রাম নিচ্ছেন।’
আকাশ নিউজ ডেস্ক 



















