অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরা রাজনীতির খেলা খেলছে। তারা ইস্যুটিকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষ এসব বিষয়ে ভালো জানেন।
এছাড়া শুরুতে ত্রাণ বিতরণে বিশৃংখলা দেখা দিলেও এখন তা আর নেই। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার মাধ্যমে ত্রাণ নিচ্ছে। এতে সড়ক যানজট মুক্ত হয়েছে। ত্রাণ বিতরণে সেনাবাহিনী পুরোদমে কাজ করছে।
তিনি আরো বলেন, উখিয়া-টেকনাফ, কক্সবাজার,বান্দরবানসহ দেশের বিভিন্নস্থানে ক্যাম্পে বাইরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থানকারী রোহিঙ্গাদের একস্থানে নিয়ে আসা হবে। যাতে পরবর্তীতে প্রত্যাবাসনের সময় সমস্যা সৃষ্টি না হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















