আকাশ স্পোর্টস ডেস্ক:
শেষপর্যন্ত গোপন কথাটা জানিয়েই দিলেন ভারতীয় দলের পেসার ভূবনেশ্বর কুমার। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি দারুন রোমান্টিক ছবি পোস্ট করেছেন ভূবি। তার ভাবী স্ত্রীর নাম নুপুর নাগর।
ইনস্টাগ্রাম পোস্টে ভূবি ও তার ভাবী পত্নীকে একটি ক্যাফেতে বসে আড্ডা দিতে গেছে। এই ছবি পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ার ইউজাররা দুজনের জুটির প্রশংসা করে অভিনন্দন জানান। যুবরাজ সিংহও তার প্রতিক্রিয়ায় লেখেন- দুর্দান্ত।
টিম ইন্ডিয়ার লাজুক খেলোয়াড় হিসেবে যাদের পরিচিতি রয়েছে, তাদের মধ্যে একজন ভূবনেশ্বর। বিতর্ক থেকে কয়েক যোজন দূরে থাকাই তার স্বভাব। এর আগে কোনও বান্ধবীর সঙ্গেও দেখা যায়নি তাকে। সোশ্যাল মিডিয়াতেও একেবারেই সক্রিয় নন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য পেসার।
২০১৭-র মে মাসে ইন্সটাগ্রামে যে ছবি পোস্ট করেছিলেন, তার ক্যাপশনে লেখা ছিল, ‘ডিনার ডেট, পুরো ছবিটা খুব শিগগিরই পোস্ট করব’।
আকাশ নিউজ ডেস্ক 
























