অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রোহিঙ্গাদের স্বদেশে ফিরে দেয়া সরকারের উচিত। তারা নিরাপদে তাদের স্বদেশে ফিরে যেতে চায়। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা গণহত্যা: বিশ্ব বিবেকের প্রতি চ্যালেঞ্জ ও আমাদের করনীয়’ শীর্ষক এক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধামন্ত্রী জাতিসংঘে রোহিঙ্গাদের নিয়ে ভাষণ দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি সেফ জোনের কথা বলেছেন, বিশ্বে বিভিন্ন দেশেই শরণার্থী রয়েছে, বহু জায়গায় সেফ জোন সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেফ জোনেও হামলার শিকার হয়েছে অনেক জায়গায়। সেই জন্য শুধু সেফ জোন হলেই হবে না, সেটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, দেশের অনেক মানুষ মানবিক মূল্যবোধ থেকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে এগিয়ে এসেছে। ত্রাণ বিতরণে আগে বিশৃঙ্খলা ছিল, আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলাম। সেনাবাহিনী মোতায়েনের পর থেকে ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরে এসেছে।
নজরুল ইসলাম খান বলেন, রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে যে ত্রাণ আসছে তা সরকারের কাছে জমা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ত্রাণ দিচ্ছেন রোহিঙ্গাদের মাঝে, সেই ত্রাণের বস্তায় ইউএন লেখা, বিভিন্ন দেশের সংস্থার নাম লেখা। তারা বিদেশি ত্রাণ বিতরণ করে সুনাম কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















