আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের ২০ কোটি মুসলমানের বিরুদ্ধে সরকারি পৃষ্ঠপোষকতায় নিপীড়ন চালানোর অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ সভায় বক্তব্য দিয়েছেন শাহবাজ শরিফ।
দেশের বন্যা থেকে শুরু করে ভারত, ইসরায়েল, ফিলিস্তিন, ইসলামোফোবিয়া ও কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শাহবাজ শরিফ বলেন, ভারতের মুসলিমের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো নিপীড়নের প্রচারণা ইসলামভীতির সবচেয়ে খারাপ দৃষ্টান্ত।
প্রতিবেশী সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চান জানিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে ‘দীর্ঘ মেয়াদে’ শান্তি চায় পাকিস্তান। আর সেটা সম্ভব ‘অবৈধভাবে ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের বিষয়ে ন্যায্য ও টেকসই’ সমাধানের মাধ্যমে।
তিনি আরও বলেন, এ জন্য ভারতকে অবশ্যই গঠনমূলক সংলাপের পরিবেশ তৈরি করতে হবে। দেশটির উচিত ২০১৯ সালের ১৫ আগস্ট নেওয়া ‘অবৈধ’ পদক্ষেপ প্রত্যাহার এবং জনসংখ্যাগত পরিবর্তনের প্রক্রিয়া এখনই বন্ধ করে শান্তি ও সংলাপের পথে হাঁটার আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শন করা।
কাশ্মীর ইস্যুতে শাহবাজ বলেন, কাশ্মীরিরা ভারতীয় বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, আটক, হেফাজতে নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিকে ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ডে পরিণত করতে চায় বলেও অভিযোগ করেছেন শাহবাজ।
আকাশ নিউজ ডেস্ক 




















