ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘে ভাষণে বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ৭৭ তম অধিবেশনের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, উপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ সমাপ্ত চায়। সেই শর্ত যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছি–খেয়ালের বশে কোনো দেশের অঞ্চল দখল করা যাবে না। তবে রাশিয়া এই নীতির বিপক্ষে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শুরুতে বাইডেন বলেন, গেল বছর বিশ্ব ব্যাপক বিপর্যয় দেখেছে। এখন এক ব্যক্তির নৃশংস ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ প্রত্যক্ষ করছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রসিদ্ধ সদস্য (রাশিয়া) প্রতিবেশী দেশে আক্রমণ করেছে। মস্কো লজ্জাজনকভাবে জাতিসংঘের সনদের মৌলিক নীতিমাল লঙ্ঘন করেছে।

পুতিন আজ (বুধবার) পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন উল্লেখ করে বাইডেন বলেন, তিনি ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন। তারা কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করছে বিশ্ব সম্প্রদায়কে সেটা দেখা উচিত। এ সময় তিনি বলেন, পরমাণু যুদ্ধে জেতা সম্ভব নয় এবং পরমাণু যুদ্ধ অবশ্যই সংঘটিত হওয়া উচিত নয়।

রাশিয়াকে হুমকি দেয়া হয়েছে, এ কারণে ইউক্রেনে আক্রমণ; পুতিনের এমন বক্তব্যের জবাবে বাইডেন বলেন, কেউই রাশিয়াকে হুমকি দেয়নি বরং রাশিয়া সংঘাত চেয়েছে। অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতাদেরকে বাইডেন সরাসরি বলেন, রাশিয়ার যুদ্ধ দেখে রক্ত হিম হওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘে ভাষণে বাইডেন

আপডেট সময় ১০:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ৭৭ তম অধিবেশনের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, উপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ সমাপ্ত চায়। সেই শর্ত যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছি–খেয়ালের বশে কোনো দেশের অঞ্চল দখল করা যাবে না। তবে রাশিয়া এই নীতির বিপক্ষে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শুরুতে বাইডেন বলেন, গেল বছর বিশ্ব ব্যাপক বিপর্যয় দেখেছে। এখন এক ব্যক্তির নৃশংস ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ প্রত্যক্ষ করছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রসিদ্ধ সদস্য (রাশিয়া) প্রতিবেশী দেশে আক্রমণ করেছে। মস্কো লজ্জাজনকভাবে জাতিসংঘের সনদের মৌলিক নীতিমাল লঙ্ঘন করেছে।

পুতিন আজ (বুধবার) পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন উল্লেখ করে বাইডেন বলেন, তিনি ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন। তারা কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করছে বিশ্ব সম্প্রদায়কে সেটা দেখা উচিত। এ সময় তিনি বলেন, পরমাণু যুদ্ধে জেতা সম্ভব নয় এবং পরমাণু যুদ্ধ অবশ্যই সংঘটিত হওয়া উচিত নয়।

রাশিয়াকে হুমকি দেয়া হয়েছে, এ কারণে ইউক্রেনে আক্রমণ; পুতিনের এমন বক্তব্যের জবাবে বাইডেন বলেন, কেউই রাশিয়াকে হুমকি দেয়নি বরং রাশিয়া সংঘাত চেয়েছে। অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতাদেরকে বাইডেন সরাসরি বলেন, রাশিয়ার যুদ্ধ দেখে রক্ত হিম হওয়া উচিত।