আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব অর্থনীতিকে ডলারের প্রভাবমুক্ত করতে হবে।
মস্কোতে সোমবার রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ কথা বলেন পুতিন। খবর সিএনএনের।
ওই সভায় পুতিন আগামী তিন বছরের জন্য রাশিয়ার বাজেট নিয়ে আলোচনা করেন। অবকাঠামোগত উন্নয়ন ও দেশটির বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় ওই সভায়।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতিকে গতিশীল করতে একে ডলারের প্রভাবমুক্ত করতে হবে।
পুতিন বলেন, সময় এসেছে ডলারের বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা করা। কয়েকটি দেশ ডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এখনই বিকল্প চিন্তা করতে হবে বিশ্ববাসীকে।
আকাশ নিউজ ডেস্ক 




















