আকাশ স্পোর্টস ডেস্ক:
ছেলেদের বয়সভিত্তিক ফুটবলে প্রাথমিক লক্ষ্য অনেকবার পূরণ হলেও স্বপ্ন পূরণের গল্প ততটা লেখা হয় না। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের হতাশার স্মৃতিই যেমন এখনও টাটকা।
রাউন্ড রবিন লিগে ভারতকে হারানোর পর তাদের কাছে ফাইনালে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ফাইনালের প্রতিপক্ষ হিসেবে চেয়েছিলেন দলের অধিনায়ক ইমরান খান। বলেছিলেন ‘ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে চাই। তাদের হারিয়ে শিরোপা জিততে চাই। ’ আগামীকাল সেই ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। সেমিফাইনাল ম্যাচেই ভারতের সঙ্গে দেখা হচ্ছে ইমরান খানের দলের।
এই ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, ‘আমরা ফাইনালে আমাদের প্রতিপক্ষ হিসেবে ভারতকে চেয়েছিলাম। তবে ফাইনালের আগেই ভারতকে পাচ্ছি। সেমিফাইনালের ম্যাচে তাদেরকে হারিয়ে ফাইনালে উঠতে চাই এবং শিরোপা জয় করতে চাই। ’
‘আমরা এই ম্যাচের আগে বেশ কিছু দিন সময় পেয়েছি। এই ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ভারত কঠিন প্রতিপক্ষ তবে তাদের নিয়ে আমরা ভীত না। আমরা জানি আমরা তাদের হারাতে পারবো। ’
ভারতকে নিয়ে পুরো পর্যালোচনা করেছেন বলেই জানিয়েছেন ইমরান। ভারতে শক্তি এবং দুর্বলতা সব কিছুই নিয়ে কাজ করেছেন দলের সকলেই। তিনি বলেন, ‘আমরা ভারতকে নিয়ে ভালোভাবেই হোম ওয়ার্ক করে নিয়েছি। এই ম্যাচের আগে আমরা তাদের ভিডিও দেখে পর্যালোচনা করেছি। প্রতিটি বিষয়েই আমরা সতর্ক। ’
দলের অধিনায়কের সঙ্গে একই সুরে কথা বললেন ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের অধিনায়ক আগেই বলেছে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়ে আমরা ভীত নই। আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। আমরা এখানে শিরোপা জয় করার লক্ষ্য নিয়েই এসেছি। আশা করছি লক্ষ্য পূরণ করেই ফিরবো। ’
আকাশ নিউজ ডেস্ক 



















