আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের মৌচাক বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি লোহার রড, একটি স্টিলের চাকু, একটি লোহার চাকু, একটি স্টিলের সুইস গিয়ার চাকু ও একটি এসএস পাইপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার শাহ আলমের ছেলে সাগর (১৯), জয়নাল আবেদীনের ছেলে মো. রাব্বি (১৯), মো. আফসুর ছেলে মো. লিমন (১৮), মানিক মিয়ার ছেলে আশিক (১৯) ও পশ্চিম বক্সনগরের মৃত আব্দুল রশিদের ছেলে বিল্লাল (১৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জে মারামারিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















