ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম

কাগজপত্র পুড়িয়ে দিয়ে সেই দেশ থেকে বেরিয়ে গেছেন ইরানের কর্মকর্তারা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধ্যুষিত ও ন্যাটোভুক্ত দেশ আলবেনিয়া বুধবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

আলেবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা দেশটিতে অবস্থানরত ইরানের সকল কূটনীতিকদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এমন নির্দেশনার পর বৃহস্পতিবার দুটি গাড়িতে করে ইরান দূতাবাসের কর্মকর্তারা বেরিয়ে গেছেন।

তবে এর আগে দূতাবাসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন তারা।

তারা বেরিয়ে যাওয়ার পর খালি দূতাবাসের ভেতর অভিযান চালায় আলবেনিয়ার এন্টি টেরোরিজম পুলিশ। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন পুলিশ সদস্যরা।

রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি দেখেছেন দূতাবাসের ভেতর কাগজপত্র পোড়ানো হচ্ছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

এদিকে আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোয় এমন কঠোর সিদ্ধান্ত নেয় দেশটি। জুলাইয়ে এ সাইবার হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাইবার হামলার কারণে। এই হামলায় সরকারি পরিসেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।

ইরানের সঙ্গে আগে থেকেই উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার। ২০১৪ সালে ইরানের নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় ৩ হাজার সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া। এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এর আগে আলবেনিয়ার ওপর সাইবার হামলার চেষ্টা চালিয়েছিল ইরান। কিন্তু সেগুলো ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইউরোপের দেশটি।

এদিকে আলবেনিয়ার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ১৫ জুলাই ইরান আলবেনিয়ার ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল।

ইরান আলবেনিয়ার এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছে। তারা বলেছে এসব অভিযোগ ভিত্তিহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলেজশিক্ষককে গলা কেটে হত্যা, ক্ষোভে প্রতিবেশীর বাড়িতে জনতার দেওয়া আগুনে বৃদ্ধার মৃত্যু

কাগজপত্র পুড়িয়ে দিয়ে সেই দেশ থেকে বেরিয়ে গেছেন ইরানের কর্মকর্তারা

আপডেট সময় ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধ্যুষিত ও ন্যাটোভুক্ত দেশ আলবেনিয়া বুধবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

আলেবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা দেশটিতে অবস্থানরত ইরানের সকল কূটনীতিকদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এমন নির্দেশনার পর বৃহস্পতিবার দুটি গাড়িতে করে ইরান দূতাবাসের কর্মকর্তারা বেরিয়ে গেছেন।

তবে এর আগে দূতাবাসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন তারা।

তারা বেরিয়ে যাওয়ার পর খালি দূতাবাসের ভেতর অভিযান চালায় আলবেনিয়ার এন্টি টেরোরিজম পুলিশ। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন পুলিশ সদস্যরা।

রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি দেখেছেন দূতাবাসের ভেতর কাগজপত্র পোড়ানো হচ্ছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

এদিকে আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোয় এমন কঠোর সিদ্ধান্ত নেয় দেশটি। জুলাইয়ে এ সাইবার হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাইবার হামলার কারণে। এই হামলায় সরকারি পরিসেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।

ইরানের সঙ্গে আগে থেকেই উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার। ২০১৪ সালে ইরানের নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় ৩ হাজার সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া। এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এর আগে আলবেনিয়ার ওপর সাইবার হামলার চেষ্টা চালিয়েছিল ইরান। কিন্তু সেগুলো ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইউরোপের দেশটি।

এদিকে আলবেনিয়ার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ১৫ জুলাই ইরান আলবেনিয়ার ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল।

ইরান আলবেনিয়ার এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছে। তারা বলেছে এসব অভিযোগ ভিত্তিহীন।