ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, আহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিশা মনিকে (১৩) ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজাররা হামলা করে মেয়েটির মামা ও নানাকে রক্তাক্ত করেছে।

বৃহস্পতিবার পহেলা সেপ্টেম্বর দুপুরে গজারিয়া থানায় গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজার সায়েম (২২) সজিব (২১) ও সানমুনে (১৯) নাম উল্লেখ করে তাসলিমা আক্তার (৩২) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগি তাসলিমা আক্তার বলেন, আমাদের বাড়ি গুয়াগাছিয়া ইউনিয়নে আমার মেয়ে বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে, সে বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে বখাটে সন্ত্রাসীরা তার পথরোধ করে তাকে উত্যক্ত করে, কিছুটা দুর থেকে বিষয়টি আমার ভাই জাহিদ আলম (৩৫) ও আমার বাবা আলী আহম্মদ (৬৫) লক্ষ্য করে। পরে তারা সেখানে গিয়ে আমার মেয়েকে তাদের কবল থেকে উদ্ধার করে। বখাটের নাম, ঠিকনা ও পরিচয় জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাই জাহিদ আলমের পেটে ছুরি বসিয়ে দেয় এবং আমার বাবা আলী আহাম্মদকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমার বাবা ও ভাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, ঘটনাটি জানামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেয়েছি, ইভটিজিং এবং হামলা উভয় ঘটনাই দুঃখজনক। তবে এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, আহত ২

আপডেট সময় ১০:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিশা মনিকে (১৩) ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজাররা হামলা করে মেয়েটির মামা ও নানাকে রক্তাক্ত করেছে।

বৃহস্পতিবার পহেলা সেপ্টেম্বর দুপুরে গজারিয়া থানায় গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজার সায়েম (২২) সজিব (২১) ও সানমুনে (১৯) নাম উল্লেখ করে তাসলিমা আক্তার (৩২) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগি তাসলিমা আক্তার বলেন, আমাদের বাড়ি গুয়াগাছিয়া ইউনিয়নে আমার মেয়ে বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে, সে বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে বখাটে সন্ত্রাসীরা তার পথরোধ করে তাকে উত্যক্ত করে, কিছুটা দুর থেকে বিষয়টি আমার ভাই জাহিদ আলম (৩৫) ও আমার বাবা আলী আহম্মদ (৬৫) লক্ষ্য করে। পরে তারা সেখানে গিয়ে আমার মেয়েকে তাদের কবল থেকে উদ্ধার করে। বখাটের নাম, ঠিকনা ও পরিচয় জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাই জাহিদ আলমের পেটে ছুরি বসিয়ে দেয় এবং আমার বাবা আলী আহাম্মদকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমার বাবা ও ভাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, ঘটনাটি জানামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেয়েছি, ইভটিজিং এবং হামলা উভয় ঘটনাই দুঃখজনক। তবে এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।