অাকাশ নিউজ ডেস্ক:
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নবজাতক (কন্যা) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
খিলগাও থানার পুলিশ ফাঁড়ির এএসআই মো. শহিদুল ইসলাম বলেন, আজ সোমবার সকালে এক নারী বাসা-বাড়িতে কাজের জন্য বের হন। যাওয়া পথে খিলগাঁও সি ব্লকের ৪২৭ নম্বর বাসার সামনে রাস্তায় নবজাতকের কান্নার শব্দ পান। দেখতে পান একটি শপিং ব্যাগ, আর ঐ ব্যাগের ভেতর থেকেই কান্নার শব্দ। তখন তিনি এগিয়ে দেখেন নবজাতক কন্যা সন্তান। তাকে কোলে নেন।
পরে আশপাশের লোকজন জর হতে থাকে। আমরা সংবাদ পেয়ে ঐ নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক নবজাতকটি নবজাতক ইউনিটে (২১১ ) ভর্তি করে দেন। সে বর্তমানে অধ্যাপক মনিষা ব্যানার্জীর অধিনে ভর্তি রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























