আকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম নামে এক গৃহবধূ। অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
বুধবার দুপুর সাড়ে ১১টায় চার সন্তানের জন্ম দেন প্রসূতি মৌসুমী বেগম। তিনি জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। এর মধ্যে তিন জন ছেলে ও এক জন মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে কোনো সন্তান হয়নি। অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ২০ আগস্ট থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরে বুধবার দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। নবজাতকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আর হাসপাতালের গাইনি ১নং ওয়ার্ড ৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন মা।
হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান জানান, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় ওই স্বামী-স্ত্রী আমাদের কাছে পরামর্শ নেন। এরপর ওই নারী অন্তঃসত্ত্বা হন। নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। মৌসুমী বেগম ও তার সন্তানরা সুস্থ রয়েছেন। এই প্রথম দিনাজপুরে একসঙ্গে চারটি সন্তানের জন্ম হয়।
নবজাতকদের পিতা শরিফুল ইসলাম বলেন, বিয়ের এক বছর পর একটি সন্তান হয়েছিল আামাদের। কিন্তু জন্মের পর পরই সে মারা যায়। এরপর আর বাচ্চা হয়নি। এখন আল্লাহ আমাকে একসঙ্গে চার সন্তান দিয়েছেন। আমরা অনেক খুশি।
আকাশ নিউজ ডেস্ক 



















