আকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাট পৌর শহরের হরিবাসর কুন্ডুপাড়া এলাকায় জোসনা কুন্ডু (৬৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে নিশি কুন্ডুকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হলেন, জয়পুরহাট পৌর শহরের কুন্ডুপাড়া মহল্লার মৃত হরিকুন্ডুর স্ত্রী।
শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত ওই বৃদ্ধা একজন লাইসেন্সধারী দেশীয় মদ বিক্রেতা ছিলেন। দুপুরে প্রতিবেশীরা জোসনা কুন্ডুর জবাই করা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে নিশিকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















