অাকাশ বিনোদন ডেস্ক:
এক টুইটে মেয়ের বাবা হওয়ার খবর জানিয়েছিলেন সাইফ আলী খানের বোন জামাই বলিউড অভিনেতা কুণাল খেমু। রবিবার আরেক টুইটে সদ্যজাত মেয়ের নাম ভক্তদের জানিয়েছেন কুণাল।
টুইটে তিনি লিখেছেন, আমাদের মেয়ের নাম রাখা হয়েছে ইনায়া নাওমি খেমু। ছোট্ট ইনায়া খুব সুন্দর এবং সুস্থ রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে আশীর্বাদ ও ভালবাসার জন্য।
মূলত ইনায়া একটি আরবি শব্দ। যার অর্থ সৃষ্টিকর্তার উপহার। ক্ষেত্র বিশেষে অর্থ আলাদাও হতে পারে। নামটি রেখেছেন মেয়ের মা সোহা আলি নিজেই।
তিন দিন বয়সী ইনায়াকে নিয়ে এখন দুই পরিবারে শুধুই সেলিব্রেশন টাইম! গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেনন পাতৌদি-কন্যা সোহা আলি খান।
হাসপাতালে মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ আছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস।
আকাশ নিউজ ডেস্ক 

























