আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে রবিবার (১৪ আগস্ট) থেকে যৌথভাবে সামরিক মহড়া চালাবে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছেন, ইতোমধ্যে বোমারু বিমান, জঙ্গিবিমান এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট থাইল্যান্ডে পাঠিয়েছে চীন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্যালকন স্ট্রাইক ২০২০ নামে এই সামরিক মহড়া রাজকীয় থাই বিমান বাহিনীর উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে অনুষ্ঠিত হবে। ঘাঁটিটি লাওস সীমান্তের কাছে অবস্থিত।
মহড়ার অনুশিলনের মধ্যে থাকবে এয়ার সাপোর্ট, ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা এবং ক্ষুদ্র ও বৃহদাকারের সেনা মোতায়েন।
পারস্পরিক আস্থা বাড়ানো এবং দুই দেশের বিমানবাহিনীর সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে মহড়াটি চালানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীর এবং চীন-থাইল্যান্ড পূর্ণাঙ্গ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব অব্যাহত রাখা।
সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা দিয়েছে চরম উত্তেজনা। এরই মাঝে সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে চীন।
পেলোসির তাইওয়ান সফর শেষ হওয়ার পরপরই তাইওয়ান ঘিরে জোরদার সামরিক মহড়া চালিয়েছে দেশটি।
আকাশ নিউজ ডেস্ক 



















