ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

স্টার্টআপ কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আইন সংশোধন হবে না: বিএসইসি

আকাশ জাতীয় ডেস্ক: 

স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে চেষ্টার কোনো কমতি নেই বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

তবে তিনি স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে আইনের সংশোধন করা হবে না বলে জানিয়েছেন। এর ব্যাখ্যা দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলছেন, সংশোধন হলে আইন দুর্বল হয়। আর এতে করে দুর্বল কোম্পানিগুলো বাজারে আসার সুযোগ পায়।

বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে ‘বাংলাদেশের পুঁজিবাজারে সম্ভাবনা ও সুযোগ’শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আইন দুর্বল হলে দুর্বল কোম্পানি পুঁজিবাজারে আসার সুযোগ পায়। এতে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা জেনেশুনে দুর্বল স্টার্টআপ কোম্পানিকে পুঁজিবাজারে আসার সুযোগ করে দিতে পারি না।’

‘ভালো স্টার্টআপ কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে স্বাগত জানানো হবে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে বিএসসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে’— যোগ করেন শিবলী রুবাইয়াত।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ভালো স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য ওয়েভারও রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তারা ব্যবসাকে সহজেই সম্প্রসারিত করতে পারেন।

তিনি বলেন, দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে উদ্যোক্তা এবং বিনিয়োগকারী সবার স্বার্থ সংরক্ষণ করা।

শিবলী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোকে উৎসাহিত করতে আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি নেই। কারণ স্টার্টআপ কোম্পানিগুলো পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম।

এছাড়াও অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রহস্যময় পোস্টে হানিয়ার প্রেমজীবন ঘিরে ফের জল্পনা

স্টার্টআপ কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আইন সংশোধন হবে না: বিএসইসি

আপডেট সময় ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে চেষ্টার কোনো কমতি নেই বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

তবে তিনি স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে আইনের সংশোধন করা হবে না বলে জানিয়েছেন। এর ব্যাখ্যা দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলছেন, সংশোধন হলে আইন দুর্বল হয়। আর এতে করে দুর্বল কোম্পানিগুলো বাজারে আসার সুযোগ পায়।

বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে ‘বাংলাদেশের পুঁজিবাজারে সম্ভাবনা ও সুযোগ’শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আইন দুর্বল হলে দুর্বল কোম্পানি পুঁজিবাজারে আসার সুযোগ পায়। এতে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা জেনেশুনে দুর্বল স্টার্টআপ কোম্পানিকে পুঁজিবাজারে আসার সুযোগ করে দিতে পারি না।’

‘ভালো স্টার্টআপ কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে স্বাগত জানানো হবে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে বিএসসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে’— যোগ করেন শিবলী রুবাইয়াত।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ভালো স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য ওয়েভারও রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তারা ব্যবসাকে সহজেই সম্প্রসারিত করতে পারেন।

তিনি বলেন, দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে উদ্যোক্তা এবং বিনিয়োগকারী সবার স্বার্থ সংরক্ষণ করা।

শিবলী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোকে উৎসাহিত করতে আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি নেই। কারণ স্টার্টআপ কোম্পানিগুলো পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম।

এছাড়াও অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।