আকাশ জাতীয় ডেস্ক:
স্বামী বিপুল ভোটে নির্বাচিত হলেও মাত্র ১৫ ভোট পেয়ে হেরে গেছেন স্ত্রী। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়ন থেকে এই দম্পতি চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
এতে আনারস প্রতীক নিয়ে স্বামী বিপুল ভোটে বিজীয় হয়েছেন। স্বামীর সঙ্গে হেরেও স্বামীর বিজয়ে খুশি তিনি। স্ত্রী মোহছেনা পারভীন পেয়েছেন মাত্র ১৫ ভোট।
এমন একটি ঘটনা ঘটছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে। ওই দম্পতির নাম শাহবুদ্দিন খোকন ও মোহছেনা পারভীন।
২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত প্রার্থী (হাত পাখা) তোফায়েল আহম্মেদ শিকদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছেন।
দুজনের একত্রে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে স্বামী শাহবুদ্দিন কবির জানান, নির্বাচনে সহায়তা পেতে আমার সম্মতিতেই স্ত্রী নির্বাচন করেন। এক্ষেত্রে আমাদের পরিকল্পনা সফল হয়েছে।
স্ত্রী মোহছেনা পারভীন বলেন, নির্বাচনে স্বামীকে সহযোগিতা করতে নির্বাচন করি। স্বামীর বিজয়ই আমার বিজয় হয়েছে।
নির্বাচনে মোহছেনা পারভীন ১৫ ভোট পাওয়ায় তার জামানত হারানোর কথা জানিয়েছেন উপজেলা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান।
আকাশ নিউজ ডেস্ক 



















