আকাশ স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নাকি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা। এটা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছে মেসিই সেরা, কেউ আবার এগিয়ে রাখছেন সিআর সেভেনকে। একই প্রশ্ন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকেকে করা হলে দ্বিধাদ্বন্দ্বে পড়েন তিনিও। তার মতে মেসি মানুষ না, মানুষদের মধ্যে সেরা রোনালদো।
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা হয়ে মেসির সঙ্গে দীর্ঘদিন খেলার অভিজ্ঞ রয়েছে পিকের। একই সঙ্গে তিনি খেলেছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানোর রোনালদোর সঙ্গে। ক্যারিয়ারের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। সে সময় ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে খেলেছেন রোনালদোও।
সম্প্রতি বিটি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে দুজনের সঙ্গে খেলার অভিজ্ঞতা শেয়ার করেন পিকে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়- মেসি নাকি রোনালদো সেরা। বিটি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার বলেছেন, ‘আমার মতে তারা দুজনই অসাধারণ। আমরা দুজন সেরা খেলোয়াড়ের বিষয়ে কথা বলছি। যারা শুধু বর্তমান বিশ্বের নয়, খেলাটির ইতিহাসেরই সেরা খেলোয়াড়।’
পিকে আরও বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। শুধু পৃথিবীরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই। আমি সবসময় বলি মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারো নেই। আমি বোঝাতে চাচ্ছি তার বল কন্ট্রোল করার যে ক্ষমতা।’
এদিকে রোনালদোর প্রশংসা তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আবার পুরোপুরি ভিন্ন খেলোয়াড়। তারা দুজন আলাদা। রোনালদো লম্বা, শক্তিশালী এবং পূর্ণ খেলোয়াড়। সে যা খুশি করতে হবে। হেডে দুর্দান্ত গোল করে, ফ্রি-কিক, পেনাল্টি কিংবা ওয়ান অন ওয়ানেও দুর্দান্ত।’
তবে শেষ পর্যন্ত লিওনেল মেসিকেই এগিয়ে রাখেন পিকে। তার মতে মানুষদের মধ্যে সেরা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু মানুষ মানুষ নয়। অর্থাৎ মেসিকে একধাপ এগিয়ে রাখতেই এমন মন্তব্য করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























