অাকাশ জাতীয় ডেস্ক:
মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতা ও গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। শনিবার দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের নাগরিক অধিকারের স্বীকৃতি দিয়ে স্বদেশে ফেরত নিতে হবে।
মতিয়া চৌধুরী বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমারের অমানবিক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বোচ্ছার হতে হবে। মিয়ানমার যেন রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ফিরিয়ে নেয় এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করতে হবে। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















