ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো কুড়ি ওভারের ম্যাচে মাঠে নেমেই জয় পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।

বুধবার রাতে আয়ারল্যান্ডকে ২৬ রানে হারিয়ে এ কীর্তি গড়েছে মোনাক প্যাটেলের দল। এ জয়ে একটি বিশ্বরেকর্ডও হয়েছে গেছে তাদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেট পড়ে যাওয়ার পর সর্বোচ্চ রান যোগ করার বিশ্বরেকর্ডটা নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এ রেকর্ডটি এতদিন ধরে ছিল ইংল্যান্ডের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট পড়ার পর ১৬৭ রান করেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্র করেছে ১৭২ রান।

আর এই রেকর্ড গড়ার তিন কারিগর যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটার সুশান্ত মোদানি, গাজানন্দ সিং ও মার্টিন কেইন। এ তিন ব্যাটারের ব্যাটে ভর করে আয়ারল্যান্ডকে ১৮৯ রানের বিশাল লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র।

লডারহিলে আগে ব্যাট করতে নেমে আইরিশদের বোলিং তোপে ১৬ রানেই ৪ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। প্রথম চার ব্যাটারের রান ছিল যথাক্রমে ২, ৮, ৪ ও ০ রান।

এর পর দলের হাল ধরেন সুশান্ত ও গাজানন্দ। এ জুটি ১১০ রান যোগ করলে দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১২৭ রান। ৪২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন গাজানন্দ। এর পর সুশান্তকে সঙ্গ দেন কেইন।

নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৮ রানে নিয়ে থামেন দুজনে। সুশান্ত করেন ৩৯ বলে ৫০ রান। ১৫ বলে ৩৯ রান করেন অভিষিক্ত কেইন।

১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে আয়ারল্যান্ডের ওপেনার পল স্টারলিং ঝড়ো শুরু এনে দিলেও লরকার টাকার বাকিরা ব্যর্থ হয়েছেন।

১৫ বলে ৩১ রান করেন স্টারলিং। ৪৯ বলে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন কিন্তু তিন নম্বরে নামা লরকার টাকার।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানে থেমে যায় আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের পক্ষে ২টি করে উইকেট নেন সৌরভ নেত্রাভাল্কার, আলি খান ও নিসর্গ প্যাটেল।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে সিরিজ খেলছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ভোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো কুড়ি ওভারের ম্যাচে মাঠে নেমেই জয় পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।

বুধবার রাতে আয়ারল্যান্ডকে ২৬ রানে হারিয়ে এ কীর্তি গড়েছে মোনাক প্যাটেলের দল। এ জয়ে একটি বিশ্বরেকর্ডও হয়েছে গেছে তাদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেট পড়ে যাওয়ার পর সর্বোচ্চ রান যোগ করার বিশ্বরেকর্ডটা নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এ রেকর্ডটি এতদিন ধরে ছিল ইংল্যান্ডের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট পড়ার পর ১৬৭ রান করেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্র করেছে ১৭২ রান।

আর এই রেকর্ড গড়ার তিন কারিগর যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটার সুশান্ত মোদানি, গাজানন্দ সিং ও মার্টিন কেইন। এ তিন ব্যাটারের ব্যাটে ভর করে আয়ারল্যান্ডকে ১৮৯ রানের বিশাল লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র।

লডারহিলে আগে ব্যাট করতে নেমে আইরিশদের বোলিং তোপে ১৬ রানেই ৪ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। প্রথম চার ব্যাটারের রান ছিল যথাক্রমে ২, ৮, ৪ ও ০ রান।

এর পর দলের হাল ধরেন সুশান্ত ও গাজানন্দ। এ জুটি ১১০ রান যোগ করলে দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১২৭ রান। ৪২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন গাজানন্দ। এর পর সুশান্তকে সঙ্গ দেন কেইন।

নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৮ রানে নিয়ে থামেন দুজনে। সুশান্ত করেন ৩৯ বলে ৫০ রান। ১৫ বলে ৩৯ রান করেন অভিষিক্ত কেইন।

১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে আয়ারল্যান্ডের ওপেনার পল স্টারলিং ঝড়ো শুরু এনে দিলেও লরকার টাকার বাকিরা ব্যর্থ হয়েছেন।

১৫ বলে ৩১ রান করেন স্টারলিং। ৪৯ বলে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন কিন্তু তিন নম্বরে নামা লরকার টাকার।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানে থেমে যায় আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের পক্ষে ২টি করে উইকেট নেন সৌরভ নেত্রাভাল্কার, আলি খান ও নিসর্গ প্যাটেল।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে সিরিজ খেলছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ভোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।