আকাশ স্পোর্টস ডেস্ক:
মাঠ থেকেই হাসপাতালে যেতে হলো পাকিস্তানের তারকা ওপেনার আবিদ আলিকে। করাচিতে চলমান কায়েদ-ই-আজম ট্রফির শেষ রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে পাঞ্জাবের হয়ে খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন আবিদ আলি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, আবিদ আলির অ্যাকিউট করোনারি সিনড্রোম ধরা পড়েছে। সে কনসালটেন্ট কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আছে।
চলতি মাসে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্টে ১৩৩ ও ৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন আবিদ আলি। এরপর ঢাকা টেস্টে খেলেন ৩৯ রানের ইনিংস। দুই টেস্টের তিনি ইনিংসে ২৬৩ রান করে সিরিজ সেরাও হন এই তারকা ওপেনার।
বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার দল পাঞ্জাবের হয়ে খেলেন আবিদ আলি। সিন্ধুর বিপক্ষে ৯৮ ও ৪ রানের ইনিংস খেলেন তিনি। করাচির ইউবিএল কমপ্লেক্সে লিগের শেষ রাউন্ডের শেষ দিনে অর্ধশতক পার হওয়ার পরই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন এই তারকা।
আকাশ নিউজ ডেস্ক 

























