ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু

পাবনায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে ঘরে ঢুকে শারমীন শিলা নামে ৩২ বছর বয়সী এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে যুবক বয়সী একজন। আহত হয়েছেন গৃহবধূর স্বামী। ঘটনার পরপর অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমীন শিলা ওই গ্রামের রানাউর রহমানের স্ত্রী। আটক হওয়া অভিযুক্তের নাম সুমন আলী। একই উপজেলার সরাইকান্দি গ্রামের আজগর আলীর ছেলে তিনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, তিন তলা একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন ওই দম্পতি। সকালে সাংসারিক কাজ করছিলেন গৃহবধূ শারমীন শিলা। তার স্বামী ঘুমিয়ে ছিলেন। তার শ্বশুর-শাশুড়ি হাঁটতে বের হয়েছিলেন। বাড়ির প্রধান দরজা খোলা ছিল।

এ সময় অভিযুক্ত সুমন বাড়িতে ঢুকে গৃহবধূ শারমীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে তার স্বামী রানাউর রহমান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করতে থাকেন হামলাকারী। তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারী সুমনকে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন রানাউর রহমান। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশকে খবর দেয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমনকে আটক ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

আহত স্বামী রানাউর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর খুনের ঘটনায় অভিযুক্ত সুমনকে পুলিশি পাহারায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, হত্যার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তারপরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

পাবনায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, যুবক আটক

আপডেট সময় ০১:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে ঘরে ঢুকে শারমীন শিলা নামে ৩২ বছর বয়সী এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে যুবক বয়সী একজন। আহত হয়েছেন গৃহবধূর স্বামী। ঘটনার পরপর অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমীন শিলা ওই গ্রামের রানাউর রহমানের স্ত্রী। আটক হওয়া অভিযুক্তের নাম সুমন আলী। একই উপজেলার সরাইকান্দি গ্রামের আজগর আলীর ছেলে তিনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, তিন তলা একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন ওই দম্পতি। সকালে সাংসারিক কাজ করছিলেন গৃহবধূ শারমীন শিলা। তার স্বামী ঘুমিয়ে ছিলেন। তার শ্বশুর-শাশুড়ি হাঁটতে বের হয়েছিলেন। বাড়ির প্রধান দরজা খোলা ছিল।

এ সময় অভিযুক্ত সুমন বাড়িতে ঢুকে গৃহবধূ শারমীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে তার স্বামী রানাউর রহমান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করতে থাকেন হামলাকারী। তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারী সুমনকে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন রানাউর রহমান। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশকে খবর দেয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমনকে আটক ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

আহত স্বামী রানাউর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর খুনের ঘটনায় অভিযুক্ত সুমনকে পুলিশি পাহারায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, হত্যার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তারপরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।