অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রেমিকের সঙ্গে পুত্রবধূর ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ফেলায় শ্বাসরোধ করে শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে গৃহবধূ ও তার প্রেমিকের বিরুদ্ধে। নিহত মহিলার নাম- মালতী সাউ (৫২)। উত্তর ২৪ পরগনার শ্যামনগর ডানবার কটন মিল কুলি লাইন এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ইতোমধ্যেই প্রেমিক সুভাষ হেলাকে আটক করেছে পুলিশ। গৃহবধূ সুতপা সাউয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অষ্টমীর রাত। উৎসবের মেজাজ সর্বত্র। বাড়ি ছিলেন না সুতপার স্বামী। সেই সুযোগে সুভাষ তাদের বাড়িতে আসে। সুভাষ এবং সুতপাকে তার শাশুড়ি ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। এলাকাবাসীদের বক্তব্য এমনই।
তাদের অভিযোগ, স্বামীর অবর্তমানে সুতপার সঙ্গে প্রায়ই দেখা করতে আসত সুভাষ। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সুভাষের সঙ্গে ওই গৃহবধূকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণেই মালতীদেবীকে খুন করা হতে পারে বলে অনুমান স্থানীয়দের।
গতকাল রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মালতীর দেহ। ওই মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করছে নোয়াপাড়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























