অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার কাহালুতে রাসেল নামের এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার এক সহকর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকালে এসএস নামের একটি টাইলস কারখানাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহকর্মী রুবেলকে আটক করেছে পুলিশ। রুবেল কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মীরপাড়ার আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানান, নাইট শিফটের কাজ শেষে আজ সকালে হাত-পা পরিষ্কার করার সময় সহকর্মী রুবেলের সঙ্গে কাজ করা নিয়ে বাগবিতণ্ডা হয় রাসেলের। এর জেরে রুবেল রাসেলের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১ টার দিকে রাসেল মারা যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























