ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন রশিদ খানরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভার ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই লক্ষ্যে রশিদ খানরা ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবেন।

ফেব্রুয়ারি-মার্চব্যাপী সিরিজে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুদল। মঙ্গলবার আগামী দুই বছরের জন্য দ্বিপক্ষীয় সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান।

সেটির বরাত দিয়ে ক্রিকবাজের খবরে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পরিকল্পনা অনুযায়ী দেশটি আগামী বছর বাংলাদেশ সফরে আসবে।

সফরে মোট পাঁচটি খেলবেন তারা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে তিনটি ওয়ানডে ম্যাচ। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও বলা হয়েছে ফেব্রুয়ারি-মার্চে সিরিজটি মাঠে গড়াবে। ধারণা করা হচ্ছে— বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারির পর শুরু হবে এই দ্বিপক্ষীয় সিরিজটি।

সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান।

বাংলাদেশ সফর শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে আফগানিস্তান। মে-জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট পাঁচটি ওয়ানডে খেলতে যাবে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন রশিদ খানরা

আপডেট সময় ০৭:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভার ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই লক্ষ্যে রশিদ খানরা ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবেন।

ফেব্রুয়ারি-মার্চব্যাপী সিরিজে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুদল। মঙ্গলবার আগামী দুই বছরের জন্য দ্বিপক্ষীয় সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান।

সেটির বরাত দিয়ে ক্রিকবাজের খবরে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পরিকল্পনা অনুযায়ী দেশটি আগামী বছর বাংলাদেশ সফরে আসবে।

সফরে মোট পাঁচটি খেলবেন তারা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে তিনটি ওয়ানডে ম্যাচ। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও বলা হয়েছে ফেব্রুয়ারি-মার্চে সিরিজটি মাঠে গড়াবে। ধারণা করা হচ্ছে— বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারির পর শুরু হবে এই দ্বিপক্ষীয় সিরিজটি।

সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান।

বাংলাদেশ সফর শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে আফগানিস্তান। মে-জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট পাঁচটি ওয়ানডে খেলতে যাবে দলটি।