ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দিন: হাসনাত আবদুল্লাহ প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত ২০ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

হিন্দু শরণার্থীদের রাখাইনে ফিরে আসার আহ্বান মিয়ানমারের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ইয়াঙ্গুনভিত্তিক সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার এ খবর প্রকাশ করেছে। মিয়ানমার কর্তৃপক্ষ বলছে, তারা বাস্তুচ্যুত এসব মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করছে। হিন্দু শরণার্থীদের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেয় তাদের জন্য ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

সংবাদমাধ্যমটি আরো জানায়, গত ২৫ আগস্ট মংডু জেলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) পুলিশের তল্লাশিচৌকিতে হামলার পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে ৫০০ হিন্দু শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমার সরকারের তরফে রাখাইন রাজ্যের সিত্তে নগরীতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য ক্যাম্পের সমন্বয় করছেন জু বু হ্লা শিউ।

ফ্রন্টিয়ারকে গত মঙ্গলবার শিউ বলেন, গত মাসে হামলার পর অধিকাংশ হিন্দুই মংডুর সীমান্তবর্তী গ্রাম অথিন থেকে বাংলাদেশে পালিয়ে গেছে। বাংলাদেশের ১৫ কিলোমিটার দক্ষিণে ইয়েওক কিয়ার গ্রামে আট হিন্দু নারী বাস করতেন। কর্তৃপক্ষের বিশ্বাস, ওই বাসিন্দাদের সবাই মারা গেছেন। ফ্রন্টিয়ার আরো জানায়, রাখাইন সাম্প্রতিক সহিংসতার শুরুর দিনে আরসা বাহিনী তাদের গ্রামে আক্রমণ করে বলে হিন্দু শরণার্থীরা জানিয়েছে।

গত সোমবার মিয়ানমারের এক সরকারি বিবৃতিতে জানানো হয়, দেশটির নিরাপত্তা বাহিনী একটি হিন্দু গ্রামে গণকবরের সন্ধান পেয়েছে। সেখানে অন্তত ৪৫ জন হিন্দুর লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আগস্ট মাসের হামলার পর অন্তত ১০০ হিন্দু নিহত হয়েছে। বু হ্লা শিউ বলেন, যদি হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে ফিরে আসে, তবে সিত্তের ত্রাণকর্মীরা তাদের পুনর্বাসনের ব্যবস্থার জন্য প্রস্তুত রয়েছে। ‘প্লিজ, দ্রুত রাখাইনে ফিরে আসতে তাদের সাহায্য করুন’-বলেন শিউ।

রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির অফিসের মুখপাত্র জ হটে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দু শরণার্থীদের ফিরিয়ে আনতে কাজ করছে। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে চার লাখ ৮০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা ও নিন্দার মুখে পড়লেও এখন পর্যন্ত রোহিঙ্গা সংকট সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে তাক লাগালেন জয়া আহসান

হিন্দু শরণার্থীদের রাখাইনে ফিরে আসার আহ্বান মিয়ানমারের

আপডেট সময় ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ইয়াঙ্গুনভিত্তিক সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার এ খবর প্রকাশ করেছে। মিয়ানমার কর্তৃপক্ষ বলছে, তারা বাস্তুচ্যুত এসব মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করছে। হিন্দু শরণার্থীদের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেয় তাদের জন্য ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

সংবাদমাধ্যমটি আরো জানায়, গত ২৫ আগস্ট মংডু জেলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) পুলিশের তল্লাশিচৌকিতে হামলার পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে ৫০০ হিন্দু শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমার সরকারের তরফে রাখাইন রাজ্যের সিত্তে নগরীতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য ক্যাম্পের সমন্বয় করছেন জু বু হ্লা শিউ।

ফ্রন্টিয়ারকে গত মঙ্গলবার শিউ বলেন, গত মাসে হামলার পর অধিকাংশ হিন্দুই মংডুর সীমান্তবর্তী গ্রাম অথিন থেকে বাংলাদেশে পালিয়ে গেছে। বাংলাদেশের ১৫ কিলোমিটার দক্ষিণে ইয়েওক কিয়ার গ্রামে আট হিন্দু নারী বাস করতেন। কর্তৃপক্ষের বিশ্বাস, ওই বাসিন্দাদের সবাই মারা গেছেন। ফ্রন্টিয়ার আরো জানায়, রাখাইন সাম্প্রতিক সহিংসতার শুরুর দিনে আরসা বাহিনী তাদের গ্রামে আক্রমণ করে বলে হিন্দু শরণার্থীরা জানিয়েছে।

গত সোমবার মিয়ানমারের এক সরকারি বিবৃতিতে জানানো হয়, দেশটির নিরাপত্তা বাহিনী একটি হিন্দু গ্রামে গণকবরের সন্ধান পেয়েছে। সেখানে অন্তত ৪৫ জন হিন্দুর লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আগস্ট মাসের হামলার পর অন্তত ১০০ হিন্দু নিহত হয়েছে। বু হ্লা শিউ বলেন, যদি হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে ফিরে আসে, তবে সিত্তের ত্রাণকর্মীরা তাদের পুনর্বাসনের ব্যবস্থার জন্য প্রস্তুত রয়েছে। ‘প্লিজ, দ্রুত রাখাইনে ফিরে আসতে তাদের সাহায্য করুন’-বলেন শিউ।

রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির অফিসের মুখপাত্র জ হটে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দু শরণার্থীদের ফিরিয়ে আনতে কাজ করছে। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে চার লাখ ৮০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা ও নিন্দার মুখে পড়লেও এখন পর্যন্ত রোহিঙ্গা সংকট সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার সরকার।