আকাশ বিনোদন ডেস্ক :
ভারতীয় মডেল আনসি কবিরের দেওয়া শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ভাইরাল হয়েছে।সড়ক দুর্ঘটনায় মৃত্যুর আগে তিনি শেষ স্ট্যাটাস নিজের ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে শেষার করেন। সেখানে তিনি লেখেন, এখন যাওয়ার সময়।
১ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আনসি।এ বছর মিস সাউথ ইন্ডিয়া খেতাব জিতেছেন আনসি। ২০১৯ সালে মিস কেরালা শিরোপাও জিতে নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ওই দুর্ঘটনায় নিহত হন আরেক মডেল অঞ্জনা শাহজাহান।২০১৯ সালে মিস কেরালা প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিলেন অঞ্জনা শাহজাহান।
এদিকে, আনসির মর্মান্তিক মৃত্যুর পরে তার পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়। অনুগামীরা পোস্টটিকে তার মৃত্যুর সঙ্গে যুক্ত করেছেন। একজন নেটিজেন লিখেছেন, তিনি হয়তো আগেই অনুমান করেছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























