আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ব্রাসেলস সফর শেষে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে মস্কো গেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি।
বৃহস্পতিবার রাতে মস্কো বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি বলেছেন, ব্রাসেলসে চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের কূটনীতিকদের সঙ্গে তার আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে যে, তিনি এসব দেশে তার সমকক্ষদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন। সে সিদ্ধান্ত অনুযায়ী রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের আমন্ত্রণে তিনি রাশিয়া সফরে গেছেন।
আলী বাকেরি বলেন, শুধুমাত্র ইরানি জনগণের ওপর আমেরিকার আরোপিত অন্যায় ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে এসব আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আর আগামী মাসে যে আলোচনা শুরু হতে যাচ্ছে তাতে আমেরিকার অংশগ্রহণ থাকবে না।
আলী বাকেরি মস্কো সফরে সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাশিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানোভের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
আকাশ নিউজ ডেস্ক 
























