ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

পাঁচ গোলে বায়ার্নকে বিধ্বস্ত করলো মনশেনগ্লাডবাখ

আকাশ স্পোর্টস ডেস্ক:

জার্মান ফুটবল ক্লাবগুলোর কাছে আতঙ্কের নাম বায়ার্ন মিউনিখ। উড়ন্ত ফর্মে থাকা ক্লাবটি যার বিপক্ষেই মাঠে নামবে তাকেই বিধ্বস্ত করে দেয়।

কিন্তু এবার হয়েছে উল্টো। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৫ গোল খেয়ে হেরেছে ক্লাবটি।
বুধবার (২৭ অক্টোবর) রাতে বরুশিয়া পার্কে বায়ার্নের জালে গোল উৎসব করেছে মনশেনগ্লাডবাখ। খেলতে নেমে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই মনচেংগ্লাডবাখকে এগিয়ে নেন কাউদিও কোনে। তার এই গোলে সহায়তা করেন ব্রিল এমবোলো। এরপর ১৫ মিনিটের সময় জোনাস হফম্যানের বাড়িয়ে দেওয়া বলে দলের স্কোর দ্বিগুণ করেন রামি বেনসেবাইনি। ২১ মিনিটে একটি পেনাল্টিও পেয়ে যান তিনি এবং গোল ব্যবধান ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে বাকি দুটি গোল করেন এমবোলো। পুরো ম্যাচে টার্গেটে ৭টি শট নিয়েছে মনশেনগ্লাডবাখ। এর মধ্যে পাঁচটিই গোলে পরিণত হয়েছে।

অন্যদিকে, সর্বোচ্চ ৮টি শট নিয়েও সবগুলোতে ব্যর্থ বায়ার্ন। এমনকি তাদের কাছে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল। তবুও কোনো গোল না করেই মাঠ ছাড়তে হয় তাদের।

এমন পরাজয়ে সম্পূর্ণ হতবিহব্বল বায়ার্ন। ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর ও সাবেক খেলোয়াড় হাসান সালিহামিদজিক এআরডি’কে বলেন, ‘আমি একেবারে হতবাক। সোজাকথায় আমরা ঘুরে দাঁড়াতেই পারিনি। আমরা সেখানে (খেলায়) ছিলাম না। প্রথমার্ধ জুড়ে আমরা একটি ট্যাকল বা চ্যালেঞ্জও জিততে পারিনি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

পাঁচ গোলে বায়ার্নকে বিধ্বস্ত করলো মনশেনগ্লাডবাখ

আপডেট সময় ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

জার্মান ফুটবল ক্লাবগুলোর কাছে আতঙ্কের নাম বায়ার্ন মিউনিখ। উড়ন্ত ফর্মে থাকা ক্লাবটি যার বিপক্ষেই মাঠে নামবে তাকেই বিধ্বস্ত করে দেয়।

কিন্তু এবার হয়েছে উল্টো। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৫ গোল খেয়ে হেরেছে ক্লাবটি।
বুধবার (২৭ অক্টোবর) রাতে বরুশিয়া পার্কে বায়ার্নের জালে গোল উৎসব করেছে মনশেনগ্লাডবাখ। খেলতে নেমে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই মনচেংগ্লাডবাখকে এগিয়ে নেন কাউদিও কোনে। তার এই গোলে সহায়তা করেন ব্রিল এমবোলো। এরপর ১৫ মিনিটের সময় জোনাস হফম্যানের বাড়িয়ে দেওয়া বলে দলের স্কোর দ্বিগুণ করেন রামি বেনসেবাইনি। ২১ মিনিটে একটি পেনাল্টিও পেয়ে যান তিনি এবং গোল ব্যবধান ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে বাকি দুটি গোল করেন এমবোলো। পুরো ম্যাচে টার্গেটে ৭টি শট নিয়েছে মনশেনগ্লাডবাখ। এর মধ্যে পাঁচটিই গোলে পরিণত হয়েছে।

অন্যদিকে, সর্বোচ্চ ৮টি শট নিয়েও সবগুলোতে ব্যর্থ বায়ার্ন। এমনকি তাদের কাছে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল। তবুও কোনো গোল না করেই মাঠ ছাড়তে হয় তাদের।

এমন পরাজয়ে সম্পূর্ণ হতবিহব্বল বায়ার্ন। ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর ও সাবেক খেলোয়াড় হাসান সালিহামিদজিক এআরডি’কে বলেন, ‘আমি একেবারে হতবাক। সোজাকথায় আমরা ঘুরে দাঁড়াতেই পারিনি। আমরা সেখানে (খেলায়) ছিলাম না। প্রথমার্ধ জুড়ে আমরা একটি ট্যাকল বা চ্যালেঞ্জও জিততে পারিনি। ’