অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক দক্ষতার কারণে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সোচ্ছার হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারাবিশ্ব আজ রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র, চীন, তুরষ্ক এর মত দেশ এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। এটি শুধু মাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের কূটনীতিক দক্ষতার কারণে।
তিনি বলেন, বিএনপির নেত্রী বন্যায় আসেননি, রোহিঙ্গা সমস্যায়ও আসেননি। তিনি লন্ডনে গিয়ে পুত্র-পুত্র বধুকে সঙ্গে নিয়ে শপিংএ ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম খালেদা জিয়া পাকিস্তানের সশস্ত্র দিবসে লন্ডনের পাকিস্তান দূতাবাসে গিয়েছেন। কিন্তু তিনি বাংলাদেশের অনেক সশস্ত্র দিবসেও যান নাই। ওনার যেহেতু এতো পাকিস্তান প্রতি উনি পাকিস্তানে চলে যেতে পারেন। বাংলাদেশে রাজনীতির কোন অধিকার নেই উনার।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা, ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।
আকাশ নিউজ ডেস্ক 



















