অাকাশ বিনোদন ডেস্ক:
সানি লিওন চমকে ওঠার মতো এক ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। চোখেমুখে একটা দুঃখীভাব আর ভয়ার্ত ছাপ। সেখানে দেখা যাচ্ছে তিনি টেনে টেনে মুখের চামড়া তুলছেন। ইনস্টাগ্রামে তার সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ৯ লাখ মানুষ দেখে ফেলেছেন।
কিন্তু প্রশ্ন হলো, বলিউডের আলোচিত এই সুন্দরীর কি হলো ? সেটা অবশ্য ভিডিও’র সঙ্গে উল্লেখ করে দিয়েছেন সানি। জানিয়েছেন- আসলে প্রস্থেটিক মেকআপ নিচ্ছিলেন তিনি। প্রস্থেটিক কিটের সাহায্যে মজা করেই মুখে এমন মেকআপ নিয়েছেন তিনি। পুরো ব্যাপারটিতে তিনি যে মজা পেয়েছেন, তা-ও উল্লেখ করেছেন সানি। প্রস্থেটিক মেকআপের সাহায্যে নানা রকম ছাঁচের মাধ্যমে চেহারার পরিবর্তন করে নিজের চেহারাটাই পাল্টে ফেলা হয়।
সানির এই প্রস্থেটিক মেকআপ নেওয়ার ছবি অবশ্য আগেই ইনস্টাগ্রামে দেখা গিয়েছিল। তবে এ বারেরটা ছিল অত্যন্ত চমকপ্রদ, তাতে কোন সন্দেহ নেই।
আকাশ নিউজ ডেস্ক 

























