অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীন-জাপান বিতর্কিত ‘সেনকাকু’ দ্বীপকে কেন্দ্র করে ফের মুখোমুখি। গতকাল সোমবার বিতর্কিত এই দ্বীপে চীনের চারটি কোস্টগার্ড জাহাজ হাজির হয়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল বলে জানা গেছে।
জাপানের পক্ষ থেকে জানান হয়েছে, চারটি জাহাজ সকাল ১০টা নাগাদ (স্থানীয় সময়ানুসারে) জাপানের নিয়ন্ত্রণে থাকা দ্বীপের কাছে সমুদ্রের মধ্যে প্রবেশ করে। এই দ্বীপটিকে জাপানে সেনকাকু এবং চীনে দিয়াওয়ু বলা হয়।
অন্যদিকে চীনের দাবি, চারটি চীনা কোস্টগার্ড জাহাজ দিয়াওয়ু দ্বীপসমুহে চীনের সামুদ্রিক এলাকায় ঘুরছিল।
জাপানের কোস্টগার্ডের মতে, এর আগে বৃহস্পতিবার চীনা জাহাজ জাপান সীমাতে প্রবেশ করেছিল। বারবার নিষেধ করার পরও চীন জাপানে তার জাহাজ পাঠিয়ে সমস্যা বাড়িয়ে তোলে বলে অভিযোগ জাপানের।
আকাশ নিউজ ডেস্ক 

























