ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

মেয়ের জন্মদিনে যা করলেন অক্ষয়!

অাকাশ বিনোদন ডেস্ক:

সেপ্টেম্বর মাসটা একটু বেশিই স্পেশ্যাল অক্ষয় কুমারের কাছে। কারণ এই মাসেই তিনি ও তার স্ত্রী টুইঙ্কল পেয়েছেন তাদের দুই অমূল্য রতন, তাদের ছেলে আরভ ও মেয়ে নিতারাকে।

কিছুদিন আগেই ছেলের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছিলেন অক্ষয়। এবার মেয়ের জন্মদিনেও একটি ছোট্ট ভিডিও টুইটারে শেয়ার করেন অক্ষয়।

পাঁচ বছর পূর্ণ করল তাদের মেয়ে নিতারা। আর নিতারার পাঁচ বছরের জন্মদিন একটু বেশিই স্পেশ্যাল অক্ষয়ের গোটা পরিবারের কাছে। তাই জন্মদিনে সকালেই মেয়ের সঙ্গে একটা মিষ্টি ভিডিও টুইটারে আপলোড করেন অক্কি। যেখানে নিতারা যত্নসহকারে তার বাবার গালে শেভিং ক্রিম লাগিয়ে দিচ্ছে। এবং এটা শুধু একদিন নয়, প্রতিদিনই নিতারা এরকম করে থাকে তার বাবার সঙ্গে। এটাই অক্ষয়ের কাছে দিনের সেরা সময়। কারণ এই একটা মুহূর্ত তার কাছে সবচেয়ে মূল্যবান। সারাজীবন এই মুহূর্তটা ধরে রাখতে চান অক্কি। তার একটাই আবদার, তার ছোট্ট রাজকুমারী কখনও যেন বড় না হয়, সারাজীবন যেন এরকমই থাকে।

অক্ষয়ের সেই ভিডিও শেয়ার করেন টুইঙ্কেলও। তিনিই জানান- ‘পাঁচ বছর পূর্ণ করল নিতারা’।

১৫ সেপ্টেম্বর তাদের ছেলে ১৬-য় পা দিল আর তার দশদিন পরেই পাঁচ পূর্ণ করল মেয়ে। প্রায়ই ছেলে-মেয়েকে নিয়ে সময় কাটানোর ছবি আপলোড করে থাকেন অক্ষয়। সেখানে মেয়ের জন্মদিনে যে বিশেষ কিছু শেয়ার করবেন তিনি সেটাই প্রত্যাশিত।

My fav. part of every day,my daughter shaving me at the sink, precious moments!Happy Birthday My Princess ?One request,please dont grow up ? pic.twitter.com/FVwjg5Uu1O

— Akshay Kumar (@akshaykumar)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

মেয়ের জন্মদিনে যা করলেন অক্ষয়!

আপডেট সময় ১১:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

সেপ্টেম্বর মাসটা একটু বেশিই স্পেশ্যাল অক্ষয় কুমারের কাছে। কারণ এই মাসেই তিনি ও তার স্ত্রী টুইঙ্কল পেয়েছেন তাদের দুই অমূল্য রতন, তাদের ছেলে আরভ ও মেয়ে নিতারাকে।

কিছুদিন আগেই ছেলের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছিলেন অক্ষয়। এবার মেয়ের জন্মদিনেও একটি ছোট্ট ভিডিও টুইটারে শেয়ার করেন অক্ষয়।

পাঁচ বছর পূর্ণ করল তাদের মেয়ে নিতারা। আর নিতারার পাঁচ বছরের জন্মদিন একটু বেশিই স্পেশ্যাল অক্ষয়ের গোটা পরিবারের কাছে। তাই জন্মদিনে সকালেই মেয়ের সঙ্গে একটা মিষ্টি ভিডিও টুইটারে আপলোড করেন অক্কি। যেখানে নিতারা যত্নসহকারে তার বাবার গালে শেভিং ক্রিম লাগিয়ে দিচ্ছে। এবং এটা শুধু একদিন নয়, প্রতিদিনই নিতারা এরকম করে থাকে তার বাবার সঙ্গে। এটাই অক্ষয়ের কাছে দিনের সেরা সময়। কারণ এই একটা মুহূর্ত তার কাছে সবচেয়ে মূল্যবান। সারাজীবন এই মুহূর্তটা ধরে রাখতে চান অক্কি। তার একটাই আবদার, তার ছোট্ট রাজকুমারী কখনও যেন বড় না হয়, সারাজীবন যেন এরকমই থাকে।

অক্ষয়ের সেই ভিডিও শেয়ার করেন টুইঙ্কেলও। তিনিই জানান- ‘পাঁচ বছর পূর্ণ করল নিতারা’।

১৫ সেপ্টেম্বর তাদের ছেলে ১৬-য় পা দিল আর তার দশদিন পরেই পাঁচ পূর্ণ করল মেয়ে। প্রায়ই ছেলে-মেয়েকে নিয়ে সময় কাটানোর ছবি আপলোড করে থাকেন অক্ষয়। সেখানে মেয়ের জন্মদিনে যে বিশেষ কিছু শেয়ার করবেন তিনি সেটাই প্রত্যাশিত।

My fav. part of every day,my daughter shaving me at the sink, precious moments!Happy Birthday My Princess ?One request,please dont grow up ? pic.twitter.com/FVwjg5Uu1O

— Akshay Kumar (@akshaykumar)