আকাশ স্পোর্টস ডেস্ক:
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই একটি গোল হজম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারতের হয়ে ম্যাচে লিড নেওয়া গোলটি করেন দলীয় অধিনায়ক সুনিল ছেত্রী।
মালের জাতীয় স্টেডিয়ামে একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। জুয়েল রানার জায়গায় সাদ উদ্দিন ও সুমন রেজার বদলে মতিন মিয়া খেলেছেন। ভারত বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম সুযোগটা এসেছিলো বাংলাদেশের সামনেই। ষষ্ঠ মিনিটে জামালের পাস থেকে বাম পায়ের লং রেঞ্জ শট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু সেটি পোস্টের বাম পাস দিয়ে চলে যায় বাইরে। ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকেও কিছু করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের ২৬ মিনিটে ডান দিক থেকে প্রিতম কোতাল বল পাঠান উদন্ত সিংয়ের কাছে। বল পেয়েই কাট ব্যাক পাসে ছেত্রীকে দেন উদন্ত; বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি ছেত্রী। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।
আকাশ নিউজ ডেস্ক 

























